পাকিস্তানের দুটি মসজিদে ভারতের হামলা, ৮ জন নিহত
Published: Thursday, October 9, 2025

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের মস্তুং জেলায় এক মসজিদে বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ সন্ত্রাসী হামলার অভিযোগ করছে।
আরো পড়ুন:
পাকিস্তানের উত্তাল বালুচিস্তান প্রদেশের মস্তুং জেলায় এক মর্মান্তিক হামলায় অন্তত ৮ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় সন্ধ্যায় জুমার নামাজের পর এক মসজিদের ভেতরেই ঘটে এই ভয়াবহ বিস্ফোরণ।
স্থানীয় পুলিশ ও প্রশাসনের বরাত দিয়ে জানা যায়, বিস্ফোরণটি ছিল একটি শক্তিশালী আইইডি (Improvised Explosive Device), যা মসজিদের ভেতরেই লুকিয়ে রাখা ছিল। বিস্ফোরণের তীব্রতায় মসজিদটির অংশবিশেষ ধসে পড়ে এবং ভেতরে থাকা নামাজিদের উপরই ছাদ ও দেয়াল পড়ে। এত সংখ্যক হতাহতের প্রধান কারণ এটি।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় পুলিশ, সেনাবাহিনী এবং রেসকিউয়াররা। আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তাদের চিকিৎসা চলছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলাকে "নৃশংস সন্ত্রাসী কর্মকাণ্ড" আখ্যা দিয়ে দোষীদের দ্রুত শাস্তির demand জানিয়েছেন।
এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও, সন্দেহের তীর ঘুরছে স্থানীয় সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের দিকে। বালুচিস্তান এলাকাটি দীর্ঘদিন ধরে সেনা ও সরকারি বাহিনীর সাথে সন্ত্রাসী গোষ্ঠীদের সংঘর্ষের Witness হয়ে আসছে।
কয়েক মাসে পাকিস্তানে, বিশেষ করে বালুচিস্তান ও খাইবার পাখতুনখাও প্রদেশে, সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে। ইসলামিক স্টেট (আইএস) এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠেছে বলে জানায় গোয়েন্দা সূত্র।