স্টামফোর্ড ইউনিভার্সিটিতে যুগোপযোগী এবং গবেষণাধর্মীদের জন্য রয়েছে সকল সুযোগ-সুবিধা
Published: Sunday, October 12, 2025

স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম, স্টামফোর্ড ইউনিভার্সিটি ইয়েস ফোরাম ও স্টামফোর্ড ইউনিভার্সিটি রোবোটিকস ক্লাবকে ‘ফোরাম অ্যান্ড ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার স্টামফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট ওয়েলফেয়ার আয়োজিত এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
আরো পড়ুন:
স্টামফোর্ড ইউনিভার্সিটির সেন্ট্রাল অডিটরিয়ামে ‘ফোরাম অ্যান্ড ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারাহনাজ ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য মনিরুজ্জামান এবং সহ–উপাচার্য মো. ইউনুস মিয়া।
ফাউন্ডার অ্যাওয়ার্ড, চেয়ারম্যান অ্যাওয়ার্ড ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড—এই তিন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলো যথাক্রমে স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম, স্টামফোর্ড ইউনিভার্সিটি ইয়েস ফোরাম এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি রোবোটিকস ক্লাব।
সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হয় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।
